গুগল পিক্সেল এইট প্রো google ইতিমধ্যেই তাদের নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করে দিয়েছে। 

Google Piexl 8 Pro ফিচার ফোনে, Battery স্পেসিফিকেশন বলতে এই ফোনে 4,575 mAh এর ব্যাটারি দেওয়া হবে। এবং এই ফোনের সাথে 27 ওয়ার্ডের চার্জ ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে। 

গুগলের pixel ফোনে 6.2 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফুল এইচডি ভিডিও দেখা যাবে এবং 1080* 2400 পিক্সেল রেজুলেশন দেওয়া হয়েছে। এবং 424 পিপিআই পিক্সেল ডেন্সিটি দেওয়া হয়েছে

ফোনের প্রাইমারি ক্যামেরায় হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত করা হয়েছে এবং দ্বিতীয় ক্যামেরা তে 12 মেগাপিক্সেল হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা লাগানো রয়েছে।

ফোনে 7× এর জুম দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনের মধ্যে যেসব ফিচার ক্যামেরার মধ্যে থাকছে সেগুলি হল অটো ফোকাস, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, এছাড়াও ভিডিও মোড়ের মধ্যে রয়েছে Pro Video Mode।

Google পিক্সেল এইট প্রো ফোনের সামনের ক্যামেরায় রয়েছে 10.5 মেগাপিক্সেলের wide অ্যাঙ্গেল ক্যামেরা যা সেলফি কে আরো অ্যাডভান্স লেভেলের করে তোলে।

8gb / 128 gb - এই ফোনের দাম 75,999 টাকা থেকে শুরু হয়েছে। 8gb / 256gb - দাম পড়বে 82,999 টাকা।