Ration Card : রেশন কার্ডের ক্যাটাগরি ভুল করে পরিবর্তন করে ফেলেছেন, এর সমাধান কি?

বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যাদের এই প্রবলেমটি হয়েছে অর্থাৎ আমারও সেম প্রবলেম হয়েছে। আপনাকে বিস্তারিত ঘটনা বলছি। বন্ধুরা অনেকের এমন হয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঘাটাঘাটি করার সময় অনেকেই অনেকের ক্যাটাগরি ভুল করে চেঞ্জ করে ফেলেছেন অর্থাৎ কারো যদি পি এইচ এইচ কার্ড থেকে থাকে তবে ভুল করে সেটা জেনারেল কার্ডে পরিণত হয়েছে অথবা RKSY 1 বা অন্যান্য কার্ডের পরিণত হয়েছে।

তো বর্তমানে তারা তাদের খাটটাকে আবার পুনরায় যেই কার্ডে ই আগে ছিল সেই কার্ডে ফিরিয়ে আনতে চায় কিন্তু সমস্যা হচ্ছে সেটা এখন তারা আর করতে পারছে না তাহলে এটার সমস্যার সমাধান কি । আজকে আমরা এই বিষয়ে আপনাদের সামনে কথা বলব।

কিভাবে এই সমস্যার সমাধান করবেন ?

বন্ধুরা আপনাদের কার্ডের মধ্যেও যদি সেম সমস্যা হয়ে থাকে তবে এর সলিউশন করতে হলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে নয়তো অফলাইনে সম্ভবত এটা সমস্যার সমাধান করা সম্ভব নয়।

কেননা অনেক ব্যক্তি এমন রয়েছেন যাদের এমন সমস্যা হয়েছে কিন্তু তারা অফলাইনে করার চেষ্টা করলেও সেটা করতে পারেনি। অনেক ক্ষেত্রে রিজেক্ট হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে তারা এপ্রুভ করে না। তাই সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আজকে এখান থেকে আপনারা এই সমাধান পেয়ে যাবেন।

রেশন কার্ড এর Catagory Change হলে সমাধান ?

প্রথমত আপনাদের দেখতে হবে যে আপনার কোন কাড্ ছিল, পরবর্তীতে আপনাদের যেটা করতে হবে ওয়েস্ট বেঙ্গল এর খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই গার্জিয়ানের রেশন কার্ড আর ফোন নাম্বার ওটিপি দিয়ে লগইন করে নেবেন। যখন আপনার রেশন কার্ডে লগইন হয়ে যাবে তখন আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে।

সেখানে আপনি দেখতে পাবেন যে সেই কার্ডের সঙ্গে কতগুলি কার্ড যুক্ত করা আছে অর্থাৎ সেখানে কোন কোন ফ্যামিলি মেম্বার এড করা আছে তাদের রেশন কার্ডের ডিটেলস অন্যান্য সমস্ত তথ্য আপনারা দেখতে পাবেন। তবে সেখান থেকে একটু নিচের দিকে এসে আপনাকে দেখতে হবে এডিট ফ্যামিলি মেম্বার বলে একটা অপশন রয়েছে। আপনাকে সেখানে ক্লিক করতে হবে। এখন হচ্ছে গিয়ে মেন কাজ।

এখানেই আপনাকে আপনার অর্থাৎ যে কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে সেই কার্ডের ডিটেলস আপনাকে ফিল করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে এবং যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলি আপলোড করে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। আর মনে রাখবেন আপনি চার নাম্বার ফর্মটি সিলেক্ট করবেন।

অর্থাৎ এখানে চার নাম্বার ফর্ম বলতে কোন ফ্যামিলিতে নতুন কোন মেম্বার এড করা ফর্ম হলো চার নম্বর তাই আপনাকে আপনার কার্ড যদি কোন ফ্যামিলিতে এডিট করতে হয় তবে সে ক্ষেত্রে নতুন করে ফ্যামিলি মেম্বার এড করতে হবে এবং সেই পদ্ধতি এ টু জেড কমপ্লিট করতে হবে। একবার সমস্ত কাজ হয়ে গেলে সাবমিট করে দেবেন। আশা করি আপনার কার্ড কিছুদিন পরেই চলে আসবে।

রেশন কার্ড Approved হয়েছে কিনা কিভাবে চেক করবেন ?

আপনারা যদি উপরের পদক্ষেপ গুলি এ টু জেড ফলো করে থাকেন এবং সেভাবে আবেদন করে থাকে তবে এখন আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। যতদিন না অথরিটি আপনার আবেদনটি আপলোড করবে। তারা আপনার ডকুমেন্ট ভেরিফাই করবে। সবকিছু ঠিকঠাক হলে এপ্রুভ করে দেবে। এর জন্য আপনাকে কিছু দিন পর পর এর স্ট্যাটাস চেক করতে হবে।

আবেদনের স্ট্যাটাস চেক করতে হলে প্রসব হওয়ার প্রথমে আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে স্ট্যাটাস চেক নামক একটি অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে দুটো জিনিস চা হবে একটি হচ্ছে গিয়ে আপনি কত নম্বর ফর্ম সিলেক্ট করবেন সেটি। এবং দ্বিতীয়টি হচ্ছে কি আপনি যে আবেদন করেছিলেন তার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা গার্ডিয়ান এর ফোন নম্বর। সবার প্রথমে আপনাকে চার নম্বর ফর্ম সিলেক্ট করে নিতে হবে।

পরবর্তীতে ফোন নাম্বার দিতে হবে। এরপর Captcha Code বসিয়ে দিয়ে সাবমিট করলে ই আপনার আবেদনটি এপ্রুভ হয়েছে কিনা সেটা আপনারা সেখানেই দেখতে পারবেন।

বন্ধুরা আশা করি আজকের এই পোস্টটি থেকে আপনার রেশন কার্ডের এই সমস্যা সমাধান করতে পেরেছেন। এরপরও যদি আপনাদের রেশন কার্ড নিয়ে অন্যান্য কোন সমস্যা হয়ে থাকে তবে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারে আমরা যথারীতি চেষ্টা করবো আপনাকে আপনার সমস্যার সমাধান করিয়ে দেবার। আশা করি আমাদের পোস্টটি থেকে আপনার অনেক উপকার হয়েছে।

আমরা এমনই উপকারী আর্টিকেলগুলি এই ওয়েব সাইটে পোস্ট করি আপনারা যেগুলো আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন সমস্যার সমাধান করে নিতে পারেন।

1 thought on “Ration Card : রেশন কার্ডের ক্যাটাগরি ভুল করে পরিবর্তন করে ফেলেছেন, এর সমাধান কি?”

Leave a Comment