এক নজরে
কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা যারা ইতিমধ্যে পাশ করেছে এখন তাদের কলেজ ভর্তি হওয়ার পালা। সমস্ত ছাত্র ছাত্রীরা কলেজ ভর্তি (Saheed Kshudiram College Apply) হওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে রয়েছে ।
তবে আজকে আমরা শহীদ ক্ষুদিরাম কলেজের ভর্তি (Saheed Kshudiram College) হওয়ার জন্য কিভাবে আপনারা নিজের স্মার্টফোন ব্যবহার করেই কলেজে ভর্তির জন্য আবেদন করবেন সেই বিষয়ে আলোচনা করব এবং বিস্তারিত গাইড করে দেব আপনাদের অনলাইন এর মাধ্যমে আবেদন করলেই হয়ে যাবে আপনাদের কোনো সিএস সি সেন্টার এ গিয়ে টাকা দিয়ে আবেদন করতে হবে না।
সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আমরা এটা বলতে চাচ্ছি যে ইতিমধ্যে যেহেতু কলেজ ভর্তি হওয়া শুরু হয়ে গিয়েছে তাই অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে কিন্তু এখন অনেক ছাত্রছাত্রী ভর্তি হওয়া বাকি আছে। তাই আজকে আমরা তাদের জানাবো যে তারা কিভাবে অনলাইনের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে।
কিভাবে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে ?
বন্ধুরা আপনারা যদি শহীদ ক্ষুদিরাম কলেজে (Saheed Kshudiram College) ভর্তির জন্য আবেদন করতে চান সে ক্ষেত্রে আপনাদের প্রথমত অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আর মনে রাখবেন আপনি যখন আবেদন করতে যাবেন তখন আপনার সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করে রাখতে হবে যাতে এপ্লাই করার সময় আপনাকে সেই ডকুমেন্টগুলো খোঁজাখুজি করতে না হয় তাই আবেদন করার পূর্বে অবশ্যই সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন। এখানে দেখে নিন কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন।
- আবেদন করার জন্য পূর্বে আপনাদের যেকোনো ব্রাউজারে যেতে হবে এবং সেখানটাই এস কে সি কলেজ লিখে সার্চ করতে হবে।
- আপনার সামনে যে প্রথমে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন।
- এরপর আপনার সামনে অনেক কয়েকটি অপশন আসবে তার মধ্যে আপনাকে UG Admission বলে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে।
- আপনাকে আরেকটি নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে আপনাকে নিউ কলেজ এডমিশন (SKC Collage Admission) অর্থাৎ ফরম ফিলাপ এর অপশন এ আপনি ক্লিক করতে হবে।
- এরপরে আপনার সামনে একটি নতুন পেজ লোড হবে সেখানে আপনাকে প্রথম অবস্থায় আপনার ফোন নম্বর ও ওটিপি বসিয়ে দিতে হবে।
- বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে আপনারা যখন আবেদন করবেন তখন অবশ্যই আপনাদের পছন্দমত সাবজেক্ট বেছে নিতে হবে।
- পরবর্তীতে আপনাকে আপনার সমস্ত ডিটেইলস যেরকম আপনার পার্সোনাল তথ্য ও উচ্চমাধ্যমিকে কত নাম্বার কোন সাবজেক্টে পেয়েছেন সমস্ত তথ্য ভালো মতো দেখে বসিয়ে দিতে হবে।
- এবং সবকিছু হয়ে গেলে নিচের দিকে সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে।
পরবর্তীতে আপনার সামনে একটি পেজ আসবে সেখানে আপনাকে বলা হবে একনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য। আপনি বেশি চিন্তা ভাবনা না করে সরাসরি সেই স্লিপি ডাউনলোড করে নিজের ফোনে বা নিজের কম্পিউটারে সেভ করে রাখবেন।
এবং পরবর্তীতে আবার এসকে সি এডমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন অপশনে ক্লিক করে আপনাকে লগইন করে নিতে হবে। লগইন করার জন্য আপনার কাছ থেকে একনলেজমেন্ট নাম্বার সাথে ডেট অফ বার্থ এইসব তথ্য লাগতে পারে যেগুলি একনলেজমেন্ট স্লিপে আপনারা পেয়ে যাবেন।
ফরম ফিলাপ হয়ে গেলে পরবর্তীতে কি করতে হবে ?
বন্ধুরা পরবর্তীতে আপনাদের যেটা করতে হবে আপনাকে লগইন করে আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আপনাকে যেসব ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলি নিচে উল্লেখ করা আছে।
বন্ধুরা আমরা আপনাদের প্রথমেই বলে দেই এখানে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন তার মধ্যে আপনার ফটো ও সিগনেচার 50 কেবির মধ্যে হতে হবে তাহলেই আপলোড নেবে।
এছাড়া আপনারা যদি পঞ্চাশ কেবির বেশি ছবি আপলোড করেন তবে সেক্ষেত্রে আপলোড সাকসেসফুল হবে না। এবং অন্যান্য যে সব ডকুমেন্ট আপলোড করবেন সেগুলি 150 কেবির মধ্যে হতে হবে। আর অবশ্যই মনে রাখবেন আপনার সমস্ত ডকুমেন্ট গুলি যে পি ইজি ফরমেটে হতে হবে। এই ফর্মেট ছাড়া ফটো বা ডকুমেন্টস আপলোড হবে না।
কলেজে ভর্তির জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?
আপনারা যারা নতুন কলেজে ভর্তি হতে চান তাদের জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলি হল।
- আপনার কালার পাসপোর্ট ফটো স্ক্যান করা।
- ছাত্রের সিগনেচার।
- উচ্চমাধ্যমিকের মার্কশিট।
- সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড।
- আপনি যে কাস্টের সেই কাস্ট সার্টিফিকেট।
- আপনি কি একজন বিপিএল রেশন কার্ড হোল্ডার তাহলে সেই রেশন কার্ড।
- এছাড়াও আপনার যদি আরও আলাদা অন্য কোন সার্টিফিকেট থেকে থাকে যেমন মাইগ্রেশন সার্টিফিকেট, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি যদি থেকে থাকে তবে সেগুলি আপলোড করতে হবে।
ফরম ফিলাপ ও ডকুমেন্ট আপলোড হয়ে গেলে কি করতে হবে ?
আপনাদের যদি ফরম ফিলাপ করা ও ডকুমেন্ট আপলোড করা সঠিকভাবে হয়ে থাকে পরবর্তীতে আপনার যেটা করতে হবে পুনরায় অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করে সেখান থেকে ফর্মটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। আপনি যেই ফর্মটি প্রিন্ট আউট বের করবেন সেখানে সিগনেচার ডেট এসব ফিলাপ করে আপনার কাছে রেখে দেবেন। পরবর্তীতে সেই ফর্মটি কলেজে জমা করতে হবে।
সুতরাং এখন আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে যখন মেরিট লিস্ট বের হবে তখন আপনার নাম সেই লিস্টের মধ্যে থেকে খুঁজে নিয়ে আপনাকে সেই দিন অনুযায়ী কলেজে গিয়ে এডমিশন (SKC Collage Admission) হতে হবে।