এক নজরে
- 1 PM Vishwakarma প্রকল্প আসলে কি ?
- 2 PM Vishwakarma Yojana Objective ?
- 3 PM Vishwakarma Yojana সুবিধা ?
- 4 বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা কাদের দেওয়া হবে ?
- 5 PM Vishwakarma Yojana কত টাকা লোন দেওয়া হবে ?
- 6 PM Vishakarma Scheme বিস্তারিত তথ্য।
- 7 PM Vishwakarma Yojana যোগ্যতা ?
- 8 PM Vishwakarma Yojana অনলাইনে আবেদন ?
- 9 Conclusion
PM Vishwakarma Yojana 2023 : বন্ধুরা আজকে আমরা এই পোষ্টের মধ্যে নতুন একটি কেন্দ্র সরকারের স্কিম বা প্রকল্প সম্পর্কে আপনাদের বলব। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন স্কিম চালু করার ঘোষণা করা হয়েছিল।
আমরা সকলেই জানি ১৭ই ডিসেম্বর ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদির জন্মদিন আর এই জন্মদিনের দিনেই পড়েছিল আমাদের দেশে বিশ্বকর্মা পূজা। আর বিশ্বকর্মা মানেই বিভিন্ন শিল্প সংস্থা। তাই এই বিশ্বকর্মা পূজার দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সমস্ত ছোট মোট কারিগরদের জন্য একটি নতুন প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছেন। আর এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্প। সমস্ত কারিগররা ছোট হোক বা বড় সমস্ত কারিগরদের এই বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে ১৫০০০ টাকার ভাউচার দেওয়া হবে সেটা দিয়ে তারা তাদের অত্যাধুনিক প্রয়োজনীয় যন্ত্রপাতি যেসব তাদের প্রয়োজন হয় তারা সেসব এই টাকা দিয়ে কিনতে পারবে।
আর এছাড়া প্রধানমন্ত্রী এই বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) চালু করেছে সমস্ত কারিগড়দের তাদের ব্যবসাকে আরও দ্রুত বাড়িয়ে নেওয়ার জন্য। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত কারিগরদের একটি ট্রেনিং দেওয়া হবে আর এই ট্রেনিং নেওয়ার পরে সমস্ত কারিগররা তাদের ব্যবসাকে আরও দ্রুত বাড়াতে পারবে। যারা যারা এই প্রকল্পের অধীনে আবেদন করবেন তাদের ১৫০০০ টাকা তাদের কাজের যন্ত্রপাতি কেনার জন্য দেওয়া হবে। ও সাথে ট্রেনিং দেওয়া হবে। আর এই কাজ শেখানোর সময় দৈনিক ৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
PM Vishwakarma প্রকল্প আসলে কি ?
বন্ধুরা কেন্দ্র সরকারের দ্বারা চালু করা এই (PM Vishwakarma Yojana 2023) প্রকল্পটি হলো দেশের শিল্প ও বানিজ্য বৃদ্ধির জন্য প্রকল্প। অর্থাৎ সমস্ত সাধারণ মানুষ এই যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারবে।

এই যোজনা মানুষকে খুব স্বল্প সুদে লোন দেবে। আর এই লোন নিয়ে মানুষেরা তাদের ব্যাবসা বা শিল্প কে এগিয়ে নিয়ে যাবে। আমরা আপনাদের বলে রাখি এই স্কিম মূলত সমস্ত রেজিস্ট্রেশন কারীদের একটি ট্রেনিং প্রোভাইড করবে। আর এই ট্রেনিং টি 3 থেকে 7 দিনের জন্য করানো হবে।
এই প্রকল্পের মাধ্যমে শুধু ট্রেনিং করানো হবে না এই প্রকল্পের অধীনে যারা যারা ট্রেনিং করবেন তাদের একটি লিস্ট তৈরি করা হবে এবং তাদের ট্রেনিংয়ের জন্য ডাকা হবে। যারা ট্রেনিং করবে তাদের ডেইলি 500 টাকা করে স্টাইফেন্ড দেওয়া হবে।
PM Vishwakarma Yojana Objective ?
আমরা সকলেই এতোটুকু জানি যে দেশের প্রধানমন্ত্রী ছোট ব্যবসায়ী বা নতুন কারিগরদের তাদের ব্যবসার অগ্রগতির জন্য সাহায্য করবে। বিশ্বকর্মা পূজার দিন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নতুন প্রকল্পর ঘোষণা করে। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত ছোট বড় কারিগরদের তাদের শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাদের আর্থিক সহযোগিতা ও স্কিল শিখিয়ে দেওয়া হবে।
অর্থাৎ বিশ্বকর্মা প্রকল্প বলতে আমরা বলতে পারি কেন্দ্রীয় সরকার সমস্ত কারিগরদের তাদের ব্যবসা বা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে আর্থিক সহযোগিতা প্রদান করবেন। যারা যারা এই প্রকল্পে আবেদন করবেন তাদের ১৫০০০ টাকা তাদের যন্ত্রপাতি কেনার জন্য দেয়া হবে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে ট্রেনিং করানো হবে আর ট্রেনিং এর সময় দৈনিক ৫০০ টাকা করে দেওয়া হবে। আর এই প্রকল্পের মাধ্যমে সেইসব কারিগরদের রিন্ দেওয়া হবে।
PM Vishwakarma Yojana সুবিধা ?
এই বিশ্বকর্মা যোজনার অধীনে যারা যারা আবেদন করবে অথবা রেজিস্ট্রেশন করবে তাদের সরকারিভাবে কয়েকটি সুবিধা দেওয়া হবে। প্রথমত যারা রেজিস্ট্রেশন করবেন তাদের একটি পরিচয় পত্র অথবা আইডেন্টি কার্ড দেওয়া হবে, এছাড়াও তাদের টুলকিট কেনার জন্য পনেরো হাজার টাকা দেওয়া হবে। আর আমরা আগেও বলেছি যে যারা যারা এই ট্রেনিং করবেন প্রতিদিনের হিসেবে 500 টাকা করে দেওয়া হবে।
বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা কাদের দেওয়া হবে ?
দেশের প্রধানমন্ত্রী নতুন এই বিশ্বকর্মা প্রকল্প চালু করেছে। যে সব ছোট মোটো ব্যবসায়ী বা শিল্পপতি রয়েছেন তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার উদ্দেশ্যে এই বিশ্বকর্মা প্রকল্প চালু করা হয়েছে। এই বিষয়ে আমার প্রকল্পের অধীনে ছোটমোটো কারিগরদের সুবিধা প্রদান করা হবে।
অর্থাৎ যারা যারা রাজমিস্ত্রি, মুচি, নাপিত, সেক্রা, সুতোর ইত্যাদি কাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই কাজকে ভালো মতো করার জন্য সরকারের তরফ থেকে সুবিধা প্রদান করা হবে। এইসব লোকেদের আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে তাদের রিন্ দেওয়া হবে। এবং আবেদন করলে এই প্রকল্পের মাধ্যমে তাদের ১৫০০০ টাকা দেওয়া হবে। এই টাকা দিয়ে তারা তাদের যন্ত্রপাত কিনতে পারবে।
- যদি কোনো কারিগর তার শিল্পকে বা ব্যবসা কি এগিয়ে নিয়ে যেতে চায় তবে তাদের প্রথম অবস্থায় এক লাখ টাকা রিন্ দেওয়া হবে। খুব কম শুধে তাদের রিন্ দেওয়া হবে।
- যারা প্রথম অবস্থায় রিন্ ক্লিয়ার করে দেবে পরবর্তীতে তাদের পুনরায় দুই লক্ষ টাকা পর্যন্ত রিন্ প্রদান করবে।
- এই রিন্ দেয়া হবে শুধুমাত্র ৫% শুধে।
- এই প্রকল্পের অধীনে প্রথম অবস্থায় রিন্ ১৮ মাস এর জন্য দেওয়া হবে।
- এবং দ্বিতীয় অবস্থায় ৩০ মাসের জন্য দুই লক্ষ টাকা রিন্ দেওয়া হবে।
- বিশ্বকর্মা প্রকল্পের অধীনে কারিগরদের আইডেন্টি কার্ড প্রদান করা হবে।
- এই প্রকল্পের অধীনে কারিগরদের ট্রেনিং করানো হবে। কাজ শেখানোর সময় দৈনিক ৫০০ টাকা করে মজুরি দেয়া হবে।
- তাদের কাজের যন্ত্রপাতি কেনার জন্য এক টাইমে ১৫ হাজার টাকা দেওয়া হবে।
যেহেতু প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সাধারণ মানুষের জন্য অর্থাৎ তাদের সুবিধা প্রদান করার জন্য তৈরি করা হয়েছে। সেহুতু সাধারণ মানুষদের এই স্কিমের সুবিধা প্রদান করা হবে। দেশের মধ্যে যেসব দিনমজুর শ্রমিক রয়েছেন, অর্থাৎ খেটে খাওয়া মানুষেরা ধোপা , নাপিত ইত্যাদি শ্রেণীর মানুষেরা এই বিশ্বকর্মা যোজনার (PM Vishwakarma Yojana 2023) অধীনে সুবিধা নিতে পারবেন।
অর্থাৎ যে কোন সাধারণ মানুষ সেই ব্যক্তি যে কোন পেশার সঙ্গে যুক্ত হয়ে থাকো না কেন, তাকে সুবিধা প্রদান করা হবে। কেন্দ্র সরকার অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লা থেকে সেদিন এই কথা ঘোষণা করেছেন। অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগেই তিনি এই ঘোষণা দিয়েছেন। তাই সমস্ত সাধারণ মানুষকে এই প্রকল্পের অধীনে বিশেষ সুবিধা প্রদান করা হবে। যদি কোন জীবী বা যেকোন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি এই স্কিমের সুবিধা নিতে চান তবে তারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
PM Vishwakarma Yojana কত টাকা লোন দেওয়া হবে ?
বন্ধুরা এই (PM Vishwakarma Yojana 2023) প্রকল্পের অধীনে যেহেতু সমস্ত শ্রমজীবী, দিনমজুর, খেটে খাওয়া ব্যক্তিদের লোন দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয়েছে। সেহেতু এইসব ক্যাটাগরির মধ্যে থাকা ব্যক্তিরা এই প্রকল্পের অধীনে লোন নিতে পারবে। যে কোনো ব্যাক্তি 5% সুধে লোন নিতে পারবেন। এর জন্য প্রথমে তাদেরকে আধিকারিক ওয়েবসাইটে গিয়ে আবেদন অথবা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এছাড়াও প্রথম অবস্থায় তাদের 18 মাসের জন্য এক লাখ টাকা লোন দেওয়া হবে, প্রথম লোন শোধ হয়ে গেলে দ্বিতীয়বার 30 মাসের জন্য দুই লক্ষ টাকা লোন দেওয়া হবে। এছাড়া যারা যারা এতে রেজিস্ট্রেশন করবেন তাদের কিছুদিনের জন্য একটি স্কিল ডেভেলপমেন্ট এর ট্রেনিং দেওয়া হবে যেখান থেকে তারা নিজেদের স্কিলকে আরো বৃদ্ধি করতে পারবে এবং কিভাবে তাদের স্কিলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারবে সেই বিষয়ে তাদের সেখানে নলেজ অথবা জ্ঞান দেওয়া হবে। এবং যতদিন ট্রেনিং হবে ততদিন তাদের প্রতিদিনের হিসেবে 500 টাকা করে দেওয়া হবে।
এছাড়া তাদের সরঞ্জাম কেনার জন্য একবারে ১৫ হাজার টাকা দেওয়া হবে। যেই টাকা কাজে লাগিয়ে তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ কাজের সরঞ্জাম কিনতে পারবে।
PM Vishakarma Scheme বিস্তারিত তথ্য।
বন্ধুরা বিশ্বকর্মা পূজার আগে অর্থাৎ 17 ই সেপ্টেম্বর 2023 সালে বিশ্বকর্মা পূজার ডেট আর তার আগেই কেন্দ্র সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, লালকেল্লা থেকে নতুন একটি বার্তা দিয়েছেন দেশবাসীর জন্য। তিনি দেশবাসীর জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন যেটার নাম দিয়েছেন বিশ্বকর্মা যোজনা (Vishakarma Scheme)।
এই স্কিমটি চালু করা হয়েছে সমস্ত শ্রমজীবী, দিনমজুর শ্রমিকদের জন্য। যাতে এই প্রকল্প থেকে তারা সুবিধা নিতে পারে। আর দেশের প্রধানমন্ত্রী এই (PM Vishwakarma Yojana 2023) স্কিমের জন্য মোট 13 হাজার কোটি টাকা খরচের কথা বর্ণনা করেছেন। কেন্দ্র সরকার এটাও ঘোষণা করেছেন 164 টি জাতির অর্থাৎ 30 লাখ সাধারণ পরিবার এই প্রকল্পের সুবিধা নিতে পারবে বলে জানিয়েছেন।
PM Vishwakarma Yojana যোগ্যতা ?
যেসব ব্যক্তি এই প্রকল্পের অর্থাৎ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana 2023) অধীনে রেজিস্ট্রেশন করতে চান তাদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এছাড়া তারা যে কর্ম শিল্পের সাথে যুক্ত তার উপযুক্ত সরঞ্জাম তাদের কাছে থাকতে হবে অর্থাৎ যদি কোন ব্যক্তি জেলেই হয়ে থাকে তবে তাকে মাছ ধরার জাল ইত্যাদি সরঞ্জাম রাখতে হবে।
এছাড়া যে যেই কাজের সঙ্গে যুক্ত নাপিত, রাজমিস্ত্রি, দর্জি, কামার ইত্যাদি শ্রেণীর মানুষেরা এই স্কিমের সুবিধা নিতে পারবে। এছাড়াও যারা যারা রেজিস্ট্রেশন করতে চান তাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। তবে তারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবে।
সাথে এটাও মনে রাখতে হবে যদি কোন ব্যক্তি আগের থেকে প্রধানমন্ত্রী কোন লোন প্রকল্পের অধীনে লোন গ্রহণ করে থাকে অর্থাৎ প্রধানমন্ত্রীর যে লোন স্কিম প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনা (PM Mudra Loan Yojana) এর অধীনে যদি কোন ব্যক্তি লোন নিয়ে থাকে তবে সে ক্ষেত্রে তিনি এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার (PM Vishwakarma Yojana 2023) অধীনে আবেদন করতে পারবেন না।
PM Vishwakarma Yojana অনলাইনে আবেদন ?
নতুন এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে আপনাদের বাড়ীর আশেপাশে যদি কোথাও সিএসসি সেন্টার থাকে অথবা অনলাইনে দোকান থাকে। আপনাদের সেখানে যেতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে। সেখানে গেলে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে।
আপনারা আবেদন করতে গেলে আপনাদের কোনো রকম টাকা পেমেন্ট করতে হবে না। এর আবেদন একেবারে বিনামূল্যে করতে পারবেন।
- সরকারের তরফ থেকে এই (PM Vishwakarma Yojana 2023) প্রকল্পের জন্য নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে – আপনারা যদি এই সিমের জন্য আবেদন করতে চান তবে আপনাকে অবশ্যই অনলাইনে অফিশিয়াল পোর্টালে গিয়ে এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাকে সিএসসি (CSC) আইডি দিয়ে লগইন করতে হবে। যদি আপনার কাছে সিএসসি আইডি না থাকে তবে সেক্ষেত্রে সম্ভবত কিছুদিনের মধ্যেই নতুন করে রেজিস্ট্রেশন করার অপশন আপনাকে দিয়ে দেবে। আপনারা যখন আবেদন করবেন অবশ্যই আপনাদের সমস্ত পার্সোনাল ডকুমেন্টগুলি সাথে রাখবেন। সম্ভবত অফিসিয়াল পোর্টালে আপনাকে এই ডকুমেন্টগুলি আপলোড করতে হতে পারে।
- আবেদন করার জন্য প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে ফর্ম ফিলাপ করে সাবমিট করে দিলেই আপনার রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে।
Conclusion
বন্ধুরা আমরা এই ওয়েবসাইটে বিভিন্ন রকমের সরকারি প্রকল্প / সরকারি চাকরি এবং লেটেস্ট আপডেট গুলি সবার আগে আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনাদের এই ইনফরমেশন গুলি কাজের মনে হয় তবে অবশ্যই আমাদের সাইটে প্রতিনিয়ত ভিজিট করবেন। আমরা সর্বদা সমস্ত সাধারণ মানুষের কাছে এই রকম প্রয়োজনীয় আপডেটগুলি পৌঁছে দিয়ে থাকি।
আমাদের সমস্ত তথ্য গুলি বা আর্টিকেলগুলি ইন্টারনেট থেকে কালেক্ট করা হয়ে থাকে তাই কোন কিছুতে আবেদন বা রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই তার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেবেন। আর এমনই ইন্টারেস্টিং তথ্যগুলি পেতে আমাদের whatsapp গ্রুপ জয়েন করতে পারেন।