How to Start Aadhaar Enrollment Center: আধার কিভবে পাবেন, আবেদন, যোগ্যতা?

বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের ইচ্ছে আধার সার্ভিস সেন্টার খুলে মানুষের সহায়তা করার। তবে সঠিক গাইড না পাওয়ায় তারা তাদের এই কাজটি অর্থাৎ আধার সার্ভিস সেন্টার খুলতে পারেন না। তবে আজকে এই আর্টিকেল মধ্যে আমরা আপনাকে কিভাবে আপনার আধার সার্ভিস সেন্টার চালু করতে পারবেন সে বিষয়ে সমস্ত তথ্য দেব। আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং তাহলেই আপনারা জানতে পারবেন কিভাবে আপনার আধার সার্ভিস সেন্টার এর কাজ শুরু করতে পারবেন।

কিভবে পাবেন এই আধার সেবা কেন্দ্র ?

আমরা সকলেই জানি আঁধার আমাদের কতটা গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আর এই আধার কার্ড আমাদের যেকোনো কাজের ক্ষেত্রেই প্রয়োজন হয়। ভারতে বসবাসকারী সমস্ত নাগরিক ছোট থেকে বড় সকলেরই প্রায় আধার কার্ড রয়েছে। আজকাল আধার কার্ড ছাড়া কোন কাজ করা সম্ভব হয় না। জন্ম থেকে মৃত্যু সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন। আর এই আধার কার্ড নিয়ে মানুষের অনেক অনেক সমস্যার মুখে পড়তে হয়। সুতরাং মনে করুন আপনার আধার কার্ডের নাম ভুল আছে, আপনার বাড়ির ঠিকানা ভুল, মোবাইল নাম্বার আপডেট, বায়োমেট্রিক আপডেট বিভিন্ন কাজ। আধার কার্ডের সর্বদা এই কাজগুলি করতে হয় আমাদের সকলেরই। আর এই কাজ গুলি করার জন্য আমাদের নির্দিষ্ট কোন আধার সার্ভিস সেন্টারে গিয়ে করতে হয়।

এমন অনেক ছেলেমেয়ে রয়েছে যারা এই আধার সার্ভিস সেন্টার খুলে তারা টাকা উপার্জন করতে চায়। তবে কিভাবে এই আধার সেন্টার খুলতে হয় বা কিভাবে এই আধার সার্ভিস সেন্টার কাজ করতে হয় সে বিষয়ে তারা জানে না তাই তাদের অনেকটাই প্রবলেম এর মুখে পড়তে হয় । তবে চিন্তার কোন কারণ নেই আজকেই আর্টিকেলে আমরা সমস্ত তো আপনাদের সামনে তুলে ধরবো।

আধার কার্ডের সার্ভিস সেন্টার যোগ্যতা ?

বন্ধুরা যারা যারা আধার সার্ভিস সেন্টার এর কাজ করতে চান (How to Start Aadhaar Enrollment Center) অর্থাৎ নিজেদের বিজনেস শুরু করতে চান এই আঁধারের কাজ করে। তবে তাদের মিনিমাম কিছু যোগ্যতার প্রয়োজন হবে। কারণ এইসব কাজের ক্ষেত্রে মিনিমাম কিছু যোগ্যতা থাকা প্রয়োজন তবেই এই কাজের জন্য সরকারের তরফ থেকে ফ্রাঞ্চায়েজ দেওয়া হবে।

প্রথমেই বলে ডাকি যে সমস্ত ব্যক্তি এই আধার কার্ডের সার্ভিস সেন্টার খুলতে চান তাদের অবশ্যই UIDAI Supervisor Examination পরীক্ষায় বসতে হবে এবং তাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং সমস্ত ব্যক্তিদের যারা আধার সার্ভিস সেন্টার নিয়ে কাজ করতে চান তাদের ন্যূনতম ক্লাস টুয়েলভ পাস করতে হবে। যাতে যে কোন ব্যক্তি এতটুকু পড়াশোনা থাকে যাতে তারা ভালোমতো কোন কাজ করার ক্ষমতা রাখতে পারে।

আধার সার্ভিস সেন্টারে কি কি কাজ করতে পারবেন ?

যারা যারা আধার সার্ভিস সেন্টারে (How to start aadhar service in csc) কাজ শুরু করতে চান তাদের জেনে রাখা দরকার যে তারা আধার সার্ভিস সেন্টার এর মধ্যে মানুষের কি কি সমস্যা গুলি সমাধান করে দিতে পারবে। যেসব সমস্যা গুলির কাজ এই সার্ভিস সেন্টারে করতে পারবে সেগুলো নিচে উল্লেখ করা হলো।

  1. আধার সার্ভিস সেন্টার খুললে যে কোন সাধারণ মানুষের আধার কার্ডের তথ্য ভুল থাকলে সেটি সঠিক করে দেওয়ার কাজ করতে পারবে।
  2. আধার সার্ভিস সেন্টার এর মধ্যে সমস্ত কাজ যেমন ডকুমেন্ট আপডেট, নামের পরিবর্তন, ঠিকানার পরিবর্তন, ডেট অফ বার্থ পরিবর্তন, মোবাইল নম্বর আপডেট এর মত সমস্ত কাজ গুলো এখানে করতে পারবে।

কিভাবে আধার সার্ভিস সেন্টার এর জন্য আবেদন করবেন ?

আপনাদের প্রথমেই বলে রাখি আপনারা যদি আধার সার্ভিস সেন্টার এর কাজ করতে চান তবে আপনাদের প্রথমে তো UIDAI এর সুপারভাইজার এর একটি পরীক্ষা দিতে হবে। আপনারা যদি এই পরীক্ষায় পাশ করে থাকেন তবে আপনাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে।

একবার আপনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে পরবর্তীতে আপনাদের ভেরিফিকেশন করা হবে। আপনার ভেরিফিকেশনে সমস্ত তথ্য এবং বায়োমেট্রিক চেক করা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে পরবর্তীতে পরের স্টেপে যেতে হবে।

অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনার যদি আদার সার্ভিস সেন্টার খুলতে (How to start aadhar service in csc) চান তবে অবশ্যই সিএসই আইডি আপনাদের থাকতে হবে আপনারা সিএসসি আইডির মাধ্যমে এই আধার সার্ভিস সেন্টার খুলতে পারবেন।

Leave a Comment