Google Piexl 8 Pro নিয়ে এলো সেরা ব্যাটারি ব্যাকআপ এর সাথে, দামের মধ্যে, ফুল স্পেসিফিকেশন

Google Piexl 8 Pro :- গুগল পিক্সেল এইট প্রো google ইতিমধ্যেই তাদের নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করে দিয়েছে। এই নতুন স্মার্টফোনটি পুরোপুরি UI দ্বারা চালনা করা হয়। এই নতুন স্মার্ট ফোনে জবরদস্ত পিকচার যুক্ত করা হয়েছে এবং এটি বেস্ট পারফরম্যান্স ফোন হতে চলেছে মার্কেটে। যেহেতু এটি Google নিজেই জারি করেছে এবার এতে রয়েছে অত্যাধুনিক ব্যাটারি ব্যাকআপ সুবিধা। এছাড়াও বিভিন্ন ফিচার নিয়ে এই ফোনকে চালু করা হয়েছে। এই ফোনে পুরোপুরি গুগলের সমস্ত প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে যেমন গুগলের নিজের প্রসেসর গুগল Tensor G3 প্রফেসরের ব্যবহার করা হয়েছে।

এই প্রসেসরের দ্বারা এর পারফরম্যান্স দুর্দান্ত হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও এতে 4,575 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। গুগলে তরফ থেকে জানানো হয়েছে এই ফোনে ম্যাক্সিমাম তিন বছর ধরে আপডেট করতে থাকা হবে এবং নতুন নতুন google ফিচার গুলি এই ফোনের মধ্যে উপলব্ধ থাকবে। এই নিয়ে বলা হচ্ছে এই ফোনটি একদম প্রচুর ফাংশনেবল ফোন হতে চলেছে মার্কেটে।

Google Pixel 8 Pro Battery Features Details

রিসেন্টলি গুগলের তরফ থেকে নতুন একটি স্মার্ট ফিচারআলা ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটি হল google পিক্সেল 8 প্রো। অত্যাধুনিক ফিচারসহ এই ফোন বাজারে এসেছে এবং এর ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। এবার মানুষকে এটির ব্যবহার করে তার রিভিউ দিতে হবে যে আদৌ এর ব্যাটারি ক্ষমতা কতটা।

Google Piexl 8 Pro ফিচার ফোনে, Battery স্পেসিফিকেশন বলতে এই ফোনে 4,575 mAh এর ব্যাটারি দেওয়া হবে। এবং এই ফোনের সাথে 27 ওয়ার্ডের চার্জ ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে। সুতরাং এ কথা বলা যায় যে এই ফোনের সাথে সাড়ে চার হাজার এমএইচের ব্যাটারি দেওয়ার সাথে সাথে ২৭ ওয়ার্ডের একটি চার্জার দেওয়া হবে এবং এই ফোনটিকে ফুল চার্জ হতে এক ঘন্টা সময় লাগবে। অর্থাৎ কোম্পানির কথা অনুযায়ী 30 মিনিটে এই ফোনটি 50 পার্সেন্ট চার্জ হয়। কোম্পানি তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে এই ফোনের মধ্যে Wire Less চার্জিং এর সুবিধা দেওয়া হবে।

Also Read – Bajaj Pulsar 125 Neon : বাজেট কম চিন্তা নেই আপনার জন্য সেরা একটি Bike রয়েছে

সত্যিই এসব ফিচার দেখে অনেকটাই আনন্দিত হওয়ার কথা, সবদিক থেকেই এই ফোনটি পারফেক্ট বলে মনে করা হচ্ছে। তবে দেখা যাক গ্রাহকেরা এই ফোনটিকে নিয়ে কি বলে।

Google Piexl 8 Pro ডিসপ্লে

গুগলের pixel ফোনে 6.2 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফুল এইচডি ভিডিও দেখা যাবে এবং 1080* 2400 পিক্সেল রেজুলেশন দেওয়া হয়েছে। এবং 424 পিপিআই পিক্সেল ডেন্সিটি দেওয়া হয়েছে এই গুগলের pixel 8 pro ফোনে।

আর এই ফোনের ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রটেকশন থাকছে যাতে অত সহজে উপর থেকে পড়লেও এই ফোন এর ডিসপ্লে অত সহজে ভেঙে যেতে না পারে। এছাড়াও আরো বিভিন্ন গ্লাস প্রটেকশন এই ফোনেতে ব্যবহার করা হয়েছে যা আপনার ফোনকে এত সহজে স্ক্যাচ বা লোকসান হওয়ার থেকে বাঁচাবে। সুতরাং এটি একটি জবরদস্ত ফিচার ফোন হতে চলেছে।

Google pixel 8 প্রো ফোনের Camera Specification

গুগল পিক্সেল এইট প্রো এই ফোনের ক্যামেরাতে প্রচুর পরিমাণে আপডেট ফিচার যুক্ত করা হয়েছে যা এই ফোনকে স্মার্ট করে তোলে। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত করা হয়েছে এবং দ্বিতীয় ক্যামেরা তে 12 মেগাপিক্সেল হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা লাগানো রয়েছে। আজকাল প্রতিটা ফোনের ক্যামেরাতে ই হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা থাকা বিশেষ প্রয়োজন তাই এই কথা মাথায় রেখে google তার নিজের স্মার্ট ফিচার ফোনে এই হোয়াইটেঙ্গেল ক্যামেরা যুক্ত করেছে যা ফোনকে আরো অ্যাডভান্স করে তোলে।

শুধুমাত্র ভাইরা নয় এই ফোনে র ক্যামেরাতে বিভিন্ন ফিচার যুক্ত করা রয়েছে। যেমন এই ফোনে 7× এর জুম দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনের মধ্যে যেসব ফিচার ক্যামেরার মধ্যে থাকছে সেগুলি হল অটো ফোকাস, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, এছাড়াও ভিডিও মোড়ের মধ্যে রয়েছে Pro Video Mode। যা ভিডিও কোয়ালিটি কে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে।

Also Read – BDO Income Certificate Apply: কিভাবে BDO ইনকাম সার্টিফিকেট বানাবেন! আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ?

Google পিক্সেল এইট প্রো ফোনের সামনের ক্যামেরায় রয়েছে 10.5 মেগাপিক্সেলের wide অ্যাঙ্গেল ক্যামেরা যা সেলফি কে আরো অ্যাডভান্স লেভেলের করে তোলে।

Google pixel 8 pro Specification

গুগলের এই নতুন স্মার্টফোন বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। এই ফোনে tru 5g কানেক্টিভিটি সংযুক্ত করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Enhance ক্যামেরা কোয়ালিটি, দামের দিক দিয়ে এই ফোনের দামে অন্য কোন ফোনে এত ফিচার উপলব্ধ নেই যা এই গুগলের ফোনে রয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ফোনে কিছুদিনের মধ্যে আরও বিশেষ কিছু ফিচার যুক্ত করা হবে যা অন্য কোন ফোনে উপলব্ধ থাকবে না। তাই ফোনটি অন্যান্য ফোনের তুলনায় ভাল স্মার্টফোনের সাথে সাথে ফিচার ফোন হতে চলেছে।

Specification Details Of Google Piexl 8 Pro

Phone Name Google Piexl 8 Pro
Ram8GB LPDDR5X
Storage128GB
SensorsFingerprint Sensor, Light sensor, Proximity sensor, Accelerometer, Barometer, Compass, Gyroscope
ProcessorGoogle Tensor G3
Front Camera & Rear Camera10.5MP & 50MP+12MP
Display6.2 inches (15.75 cm) OLED display
Battery4575 mAh Li-ion with 27W fast charger
OSAndroid v13
Network Support5G+4G voLTE
Weight187g

Google পিক্সেল এইট প্রো Price ?

গুগলের এই স্মার্টফোনে 8gb / 128 gb মেমরি অপশন রয়েছে নেয়। আর এর তুলনায় এই ফোনের দাম 75,999 টাকা থেকে শুরু হয়েছে। এছাড়াও যদি কোন গ্রাহক 8gb / 256gb নেওয়ার কথা ভেবে থাকে তবে এক্ষেত্রে এই ফোনের দাম পড়বে 82,999 টাকা।

এছাড়া, আপনাদের জন্য খুশির খবর সেটা হলো গিয়ে আপনারা যদি flipkart এর বর্তমানের নতুন ছেলে এই ফোনটি কিনে নিতে চান তবে সেক্ষেত্রে আপনারা এই ফোনের জন্য অনেক টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও খুব কমই এই ফোন পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি এই ফোনের জন্য অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন নিয়ে দেখেন তবে এর সাথে অত্যাধুনিক ডিসকাউন্ট থাকছে। অর্থাৎ আপনারা যদি flipkart থেকে এই ফোনটি অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে অর্থাৎ ইএমআই (EMI) আকারে নিয়ে থাকেন তবে এর জন্য 1000 থেকে 5000 টাকার পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।

Leave a Comment